বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

The power of Allah.ক্যামেরায় ধরা পড়া কিছু দূর্যোগ যা দেখলে মাথা ঘুরে পড়ে...

ছোট্ট বলে

ছোট্ট বলে আমায় কেউ
নেয় না কোনো খেলায়
ছোট্ট বলে ঘরের কোণে
আমাকে খুব মানায়।


ছোট্ট বলে নদীর কাছে
যাইতে পারি না ।
ছোট্ট বলে ছোট্ট ঘরটি
আমার আস্থানা।


ছোট্ট বলে আগুন টা আজ
দূর থাকে কত,
সব কিছু থেকে বঞ্চিত মোরা
যারাই আমার মতো।


ছোট্ট বলে খাবার প্লেট
অনেক অনেক ছোট । 
ছোট্ট বলে বন্ধু আমার
বিড়াল ছানা দুটো।



একটু একটু করে শিখি
বইয়ের ছড়া গুলি ,
একটু সামনে গেলে পরে
পেছনে যায় ভুলি।


আব্বু শেখায়,আম্মু শেখায়
শেখায় আমার ভাই ,
এত এত পড়াশোনা
খেলার সময় নাই।


এমন হলে তোমরাই বলো
কেমন করে হবে?
কখোন আমি বড় হব
খেলতে পারবো কবে?


সারাটাদিন ঘরেই থাকি
মায়ের আঁচল তলে,
আম্মু-আব্বু ভঁয়ে থাকে
আমি ছোট্ট বলে।


রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

রোহিঙ্গা

বাতাসে  নির্যাতনের গন্ধ ,
ধেয়ে আসছে শ্রাবনের বৃষ্টির  মত।
নির্মম নিপীড়নে ওরা অন্ধ,
অত্যাচারীরা ব্যাস্ত,উন্মত্ত।

অনিন্দ কুটির পুড়ে হলো ছাই,
দূর্বল তবু এত অত্যাচার কেনো?
মৃত্যু ছাড়া কোনো গত্যান্তর না্‌ই,
মরণ ছোবলে ওরা উন্মাদ যেন।


    মুখ থুবড়ে পড়ে আছে রোহিঙ্গা শিশু,
মৃত্যকে ভালোবেসে নয়।
অসহ্য যন্ত্রনা বুকে বেধে মা,
হারানো সন্তানে নেই শোক,আছে ভয়।

পৃথিবী পরিবার সদস্য ওরা,
ওদের ক্ষতি হলে আমাদেরই হয়।
চোখের সামনে হলো অমানবিকত্‌
হলো মানবতার পরাজয়।
মগ সেনার পর আছে নাডাল,
শত শত নিরীহ শেষ।
অসহায়দের নিরাপত্তার নেই ঢাল ,
কিন্তু আমরাতো আছি বেশ।
মনের কোণে জানোয়ার আছে বসে,
অন্যের কষ্টে লাগে মজা।
বাঁচার জন্য ভাই বোনটি আমার  ,
ঢালছে রক্ত তাজা।।

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

আমরা মুসলিম


আমরা মুসলিম ,
সারা পৃথিবীর সব মুসলমান ভাই।
আমাদের মধ্যে কোনো বিভেদ নাই।


তবে কেনো ,
কোনো মুসলমান যদি যায় মারা
কোথাও মেলেনা কোনো সারা।

এসো মোরা ,
চলি একসাথ ,হাতে রেখে হাত
পেরিয়ে যেতে ,যত ঘাত প্রতিঘাত।

দেখিয়ে দিবো ,
আমাদের সম্প্রিতীর মহাসমারণ
সাহায্য আল্লাহর আছে প্রতিক্ষ্ণ।

হে মুসলিম ভাই ,
এসোনা সবাই এক হয়ে যায়,
দেখবে ,বাতিলের কোনো ঠাই নাই।

দেখিবে ,
যেদিন সারা মুসলিম উম্মাহ হবে একসাথ
দুনিয়া বদলাতে লাগবে এক রাত।