রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

রোহিঙ্গা

বাতাসে  নির্যাতনের গন্ধ ,
ধেয়ে আসছে শ্রাবনের বৃষ্টির  মত।
নির্মম নিপীড়নে ওরা অন্ধ,
অত্যাচারীরা ব্যাস্ত,উন্মত্ত।

অনিন্দ কুটির পুড়ে হলো ছাই,
দূর্বল তবু এত অত্যাচার কেনো?
মৃত্যু ছাড়া কোনো গত্যান্তর না্‌ই,
মরণ ছোবলে ওরা উন্মাদ যেন।


    মুখ থুবড়ে পড়ে আছে রোহিঙ্গা শিশু,
মৃত্যকে ভালোবেসে নয়।
অসহ্য যন্ত্রনা বুকে বেধে মা,
হারানো সন্তানে নেই শোক,আছে ভয়।

পৃথিবী পরিবার সদস্য ওরা,
ওদের ক্ষতি হলে আমাদেরই হয়।
চোখের সামনে হলো অমানবিকত্‌
হলো মানবতার পরাজয়।
মগ সেনার পর আছে নাডাল,
শত শত নিরীহ শেষ।
অসহায়দের নিরাপত্তার নেই ঢাল ,
কিন্তু আমরাতো আছি বেশ।
মনের কোণে জানোয়ার আছে বসে,
অন্যের কষ্টে লাগে মজা।
বাঁচার জন্য ভাই বোনটি আমার  ,
ঢালছে রক্ত তাজা।।

1 টি মন্তব্য: