বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

ছোট্ট বলে

ছোট্ট বলে আমায় কেউ
নেয় না কোনো খেলায়
ছোট্ট বলে ঘরের কোণে
আমাকে খুব মানায়।


ছোট্ট বলে নদীর কাছে
যাইতে পারি না ।
ছোট্ট বলে ছোট্ট ঘরটি
আমার আস্থানা।


ছোট্ট বলে আগুন টা আজ
দূর থাকে কত,
সব কিছু থেকে বঞ্চিত মোরা
যারাই আমার মতো।


ছোট্ট বলে খাবার প্লেট
অনেক অনেক ছোট । 
ছোট্ট বলে বন্ধু আমার
বিড়াল ছানা দুটো।



একটু একটু করে শিখি
বইয়ের ছড়া গুলি ,
একটু সামনে গেলে পরে
পেছনে যায় ভুলি।


আব্বু শেখায়,আম্মু শেখায়
শেখায় আমার ভাই ,
এত এত পড়াশোনা
খেলার সময় নাই।


এমন হলে তোমরাই বলো
কেমন করে হবে?
কখোন আমি বড় হব
খেলতে পারবো কবে?


সারাটাদিন ঘরেই থাকি
মায়ের আঁচল তলে,
আম্মু-আব্বু ভঁয়ে থাকে
আমি ছোট্ট বলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন